Monday, September 29, 2025

পিআর ছাড়া জামায়াতের নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত কি চূড়ান্ত, যা বললেন ডা. তাহের

আরও পড়ুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‌‌‘পিআর ছাড়া জামায়াত নির্বাচনে যাবে, এমন কথা কখনোই বলেনি। আরও ৫ মাস সময় রয়েছে, আলোচনার সুযোগ রয়েছে। আমরা মনে করি, এটার সমধান হবে। সবাই একটি পয়েন্টে এক হওয়ার পর নির্বাচন অনুষ্ঠিত হবে।’ পিআর পদ্ধতি না হলে জামায়াত নির্বাচনে যাবে কিনা, সাংবাদিক খালেদ মহিউদ্দিনের এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঠিকানার ফেসবুক লাইভে সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি আরও বলেন, ‘আমি মনে করি না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। অনেক বিষয় সহজেই সমাধান হওয়ার বিষয় রয়েছে এবং ফেব্রুয়ারির আগেই অনেক কিছু সমাধান হয়ে যাবে; নির্বাচন হবে।’

আরও পড়ুনঃ  নিজেরাই ময়লা ফেলে পরিচ্ছন্নতা অভিযান, ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন ডিসি

জামায়াত-বিএনপি নেতাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মানব ঢাল হিসেবে ব্যবহার করেছেন কিনা- এমন প্রশ্নে ডা. তাহের বলেন, ‘এটা একমদই বাজে কথা। যারা বলে, না বুঝে বলে। আমরা তো আর ড. ইউনূসের পক্ষে লড়াই করব না।

বিমানবন্দর থেকে কেন একসঙ্গে বের না হয়ে আলাদা বের হয়েছিলেন- এমন প্রশ্নের জবাবে ডা. তাহের বলেন, ‘আমরা একসঙ্গেই বের হতে চেয়েছিলাম। কিন্তু পরে দেখলাম ড. ইউনূস এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের ভিসা (জি-১) একরকম; আমাদেরটা অন্যরকম (বি১/বি২)। এ কারণেই আলাদা বের হতে হয়েছে এবং আলাদা প্রটেকশনের ব্যাবস্থা ছিল।’

আরও পড়ুনঃ  গকসু নির্বাচনে শীর্ষ দুই পদে জয়ী ছাত্রশিবিরের প্যানেল

এখানে একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে জানিয়ে জামায়াতের এ নেতা বলেন, ‘একইরকম প্রোটেকশন চাওয়া হয়েছিল। কিন্তু অথরিটি (কর্তৃপক্ষ) বলছে, ‌না, তাদেরকে এ ধরনের সার্ভিসের আওতায় পড়বে না।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ