গাজীপুরের শ্রীপুরে শুটিংয়ের প্রলোভন দেখিয়ে এক অভিনেত্রীকে রিসোর্টে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ১৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে রিসোর্টের কর্মচারীরাও রয়েছেন। এ ঘটনায় মামলার পর রিসোর্টটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম ও শ্রীপুর থানা পুলিশের যৌথ অভিযানে উত্তর পেলাইদ গ্রামের রাস রিসোর্টে এ অভিযান চালানো হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, ২২ সেপ্টেম্বর সংঘটিত ধর্ষণ মামলার তদন্তের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এ সময়ও রিসোর্টে অনৈতিক কর্মকাণ্ড চলছিল। অভিযানে এক নারীকে স্বামী-স্ত্রী পরিচয়ে পাওয়া গেলেও, সঙ্গে থাকা দুই পুরুষ দেয়াল টপকে পালিয়ে যান।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম বলেন, হোটেল রেস্তোরা আইনের বিধি লঙ্ঘন এবং নিবন্ধন না থাকার কারণে রাস রিসোর্টকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মামলার এজাহার ও ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, অভিযুক্ত নাট্যপরিচালক মো. নাছির, তার সহযোগী মো. বাবর এবং রিসোর্টের মালিক পরিচয় দেওয়া ব্যক্তি গত ২১ সেপ্টেম্বর রাতে ঢাকার মিরপুর থেকে শ্রীপুরের রাস রিসোর্টে ডেকে নেন ওই অভিনেত্রীকে। সেখানে কক্ষে আটকে রেখে পর্যায়ক্রমে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়।
পরদিন বিকেলে আসামিরা অভিনেত্রীকে রিসোর্ট থেকে বের করে দেন। এ সময় তার ব্যবহৃত দুই লাখ ৪০ হাজার টাকা মূল্যের একটি আইফোন তারা রেখে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।