Monday, September 29, 2025

ময়লা ছিটিয়ে পরিষ্কার অভিযান, ভিডিও ভাইরাল

আরও পড়ুন

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ অভিযানের আগে ছিটিয়ে ওই ময়লা পরে পরিষ্কার করা হচ্ছে— এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে হওয়া এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারী পলিব্যাগ ভর্তি প্লাস্টিক বোতল ও ময়লা-আবর্জনা ছিটিয়ে দিচ্ছেন। পরে জেলা প্রশাসকের উপস্থিতিতে কর্মকর্তারা ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যরা সেসব ময়লা পরিষ্কার করেন। এ নিয়ে ফেসবুকে স্থানীয়রা তীব্র সমালোচনা শুরু করলে বিষয়টি দ্রুত আলোচনায় আসে।

আরও পড়ুনঃ  পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি কালবেলাকে বলেন, আমাদের অফিসারদের মধ্যে কেউ ময়লা ফেলার নির্দেশ দেয়নি। কেউ একজন পেছনে থেকে বলল এখানে কোনো ময়লা নেই, স্যাররা কি ময়লা ফেলবেন? কিছু ময়লা ফেলে দাও। তখন কর্মচারীরা হাসতে হাসতে ময়লা ফেলল। ওই জিনিসটাই ভিডিও করা হলো। ময়লা ফেলার দৃশ্যটা দেখে আমার কর্মকর্তারা দৌড়ে এসে ওদেরকে ময়লা না ফেলার জন্য বললে— সেটি ভিডিও করা হয়নি।

তিনি আরও বলেন, আসলে আমরা মর্মাহত। আমি নিজেই সবাইকে বলছিলাম এখানে তেমন ময়লা নেই। এরপরও চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বোতলের ছিপি এবং মাটিতে পুঁতে রাখা পলিথিন পরিষ্কার করার জন্য। সমানে ওই জায়গাগুলোতে ফুলের বাগান করব

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ