Monday, September 29, 2025

নিজেরাই ময়লা ফেলে পরিচ্ছন্নতা অভিযান, ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন ডিসি

আরও পড়ুন

বিশ্ব পর্যটন দিবসে বান্দরবান জেলা প্রশাসনের একটি পরিচ্ছন্নতা অভিযান নিয়ে সমালোচনা ঝড় বয়ে গেছে। অভিযানের আগে জেলা প্রশাসনের কিছু কর্মকর্তাই ময়লা ফেলেছেন এবং পরে সেটি পরিষ্কার করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পর সমালোচনা শুরু হয়।  জেলা প্রশাসক শামীম আরা রিনি এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন।

শামীম আরা রিনি ভাইরাল ভিডিও প্রসঙ্গে বলেন, আমার অজান্তেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে জেলা প্রশাসনের একটি উদ্যোগ সমালোচিত হলো। এ বিষয়ে আমার কোনো পূর্বজ্ঞান ছিল না; আমি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখেছি।

আরও পড়ুনঃ  আগামী ৩ দিন যেমন থাকবে আবহাওয়া

ভিডিও দেখে তিনি স্টাফদের থেকে তথ্য সংগ্রহ করেন। স্টাফরা ডিসিকে জানান, যেহেতু পর্যটন কেন্দ্রে ময়লা ছিল না, তাই কিছু প্লাস্টিকের বোতল ও পলিথিন ফেলে দেওয়া হয়েছিল, যা পরিচ্ছন্নতা অভিযানের সময় স্বেচ্ছাসেবীরা তুলে নেবেন। তবে কে বা কারা এই কাজটি করতে বলেছেন, তা তারা বলতে পারেননি। ডিসি আরও বলেন, যে স্থানে প্লাস্টিকের সামগ্রী ফেলা হয়েছিল, তারা সেদিকে যাননি এবং বিষয়টি অনাকাঙ্ক্ষিত ছিল।

ফেনীতে বিয়ে করতে গিয়ে  ভুয়া সেনা কর্মকর্তা আটক
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র মেঘলা পর্যটনকেন্দ্রে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযান’-এর উদ্বোধন করা হয়। উদ্বোধনের আগে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি পলিথিনের ব্যাগ থেকে খালি প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেটসহ বিভিন্ন প্লাস্টিক সামগ্রী চারপাশে ছিটিয়ে দিচ্ছেন। এরপর পরিচ্ছন্নতা কর্মী ও স্বেচ্ছাসেবীরা ওই ফেলে দেওয়া প্লাস্টিক সামগ্রী তুলে নিচ্ছেন।

আরও পড়ুনঃ  গকসু নির্বাচনে শীর্ষ দুই পদে জয়ী ছাত্রশিবিরের প্যানেল

‘নিজেরাই ময়লা-আবর্জনা ফেলে নিজেরাই চালালেন পরিচ্ছন্নতা অভিযান’ শিরোনামে ভিডিওটি ঢাকা পোস্টে প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

এদিকে, বিশ্ব পর্যটন দিবসের অনুষ্ঠানে ডিসি শামীম আরা রিনি সাংবাদিকদের বলেন, বান্দরবানবাসীর সহযোগিতায় তারা নতুন পর্যটন স্পট চালু করতে এবং পর্যটন নগরীকে এগিয়ে নিতে চান।

এ সময় উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, হোটেল রিসোর্ট অনার্স এসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলামসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ