Monday, September 29, 2025

গকসু নির্বাচনে শীর্ষ দুই পদে জয়ী ছাত্রশিবিরের প্যানেল

আরও পড়ুন

ঢাকার সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে শীর্ষ দুই পদে নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

স্ট্যাটাসে তিনি বলেন, গণ বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নব নির্বাচিত জিএস ও এজিএস হয়েছেন। জিএস পদে নির্বাচিত হয়েছেন মো. রায়হান খান [গণ বিশ্ববিদ্যালয়, পশু চিকিৎসা ও প্রাণী বিজ্ঞান অনুষদ]। এজিএস পদে নির্বাচিত হয়েছেন সামিউল হাসান শোভন [গণ বিশ্ববিদ্যালয়, মেডিকেল ফিজিক্স ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (এমপিবিএমই)]।

আরও পড়ুনঃ  বিজয় থালাপতির র‍্যালিতে পদদলিত হয়ে নিহত ৩১

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল থেকে জানা যায়, সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন ইয়াসিন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন রায়হান। এ ছাড়া এজিএস পদে জয়ী হয়েছেন সামিউল।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ