গাজীপুরে স্ত্রী- সন্তানকে হত্যা*র পর স্বামীর আত্মহ*ত্যা
রোববার রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। এসময় তিনি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে জাতীয় পতাকার আদলে জামায়াতে ইসলামীর একটি নতুন লোগো দেখা যায়। এরপর জামায়াতের লোগো নিয়ে নানান আলোচনা শুরু হয়।
জামায়াতের বর্তমান লোগোতে সবুজ গম্বুজের ভেতরে লাল হরফে আরবিতে ‘আল্লাহু’ লেখা আছে। তার ওপরে সবুজ রঙে ছিল দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। আর সবুজ গম্বুজের গোড়ায় সাদা রঙে লেখা পবিত্র কোরআনের আয়াত ‘আকিমুদ্দিন’ (দ্বীন কায়েম করো)।
আজ নতুন যে লোগো সামনে এসেছে, সেখানে সবুজ গ্রন্থের ওপর উদীয়মান সূর্য দেখা গেছে। তার ওপরে রয়েছে একটি কলম। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। গ্রন্থের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত রয়েছে, যা প্রবেশদ্বার অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এর নিচে সোনালি অক্ষরে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ লেখা। আর সোনালি রঙের ওপর সাদা রং দিয়ে আরবি ও ইংরেজিতে দলটির নাম লেখা রয়েছে।